আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের
ঝুঁকিহ্রাস করি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। জেলা
প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে
ভূমিকম্প ও অগ্নিকান্ড নিরোধ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ
করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ত্রান ও পূনর্বাসন (চ:দা:) কর্মকর্তা খাইরুল
আনামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক
মোছা: সুলতানা পারভীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম
মঞ্জু মন্ডল  প্রমুখ।

অগ্নিকান্ড থেকে শিক্ষার্থীদের সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে দুপুর সাড়ে ১২টায় খলিলগঞ্জ
স্কুল এন্ড কলেজ মাঠে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা অগ্নিকান্ডের মহড়া
প্রদর্শন করে।

ফিরোজ কবির কাজল

আরো পড়ুনঃকুড়িগ্রামের চিলমারীতে সরকারের উন্নয়নের বরাদ্দের টাকা হরিলুট

Leave your comments