ফিরোজ কবির কাজল
কুড়িগ্রাম  উলিপুরে খাদ্যের দাবিতে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তায় শুয়ে উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করেছেন স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উলিপুর সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
এর আগে সকাল ৮টা থেকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামের মানুষ উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে খাদ্যের দাবি জানান।
সড়ক অবরোধকারীরা জানান, পর পর তিন দফায় সরকারি খাদ্য বিতরণ করা হলেও, তাদের অনেকেই এ সহায়তা পাননি। তারা নিদারুণ কষ্টে দিন পাড়ি দিলেও জনপ্রতিনিধিরা কেউ খোঁজ নিচ্ছেন না।
বিক্ষোভকারীদের অভিযোগ, চেয়ারম্যান-মেম্বাররা তাদের লোকজনকে ত্রাণ দেন। যারা তাদের ভোট দেননি, তাদের দেন না।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম রাজু বলেন, ‘ওই ওয়ার্ডের তিন গ্রামের প্রায় ১৮শ’ ভোটারের মধ্যে তিন দফায় প্রায় একশ’জনকে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে। ওই এলাকার মানুষের জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাই পাবেন।’
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সী বাংলানিউজকে জানান, তার এলাকায় কোনো অনাহারি মানুষ নাই। সমস্যা থাকতে পারে। সরকারি ঘোষণা ছিল, বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। সবাই ত্রাণ চায়। ৩৯ হাজার মানুষ এ ইউনিয়নে বসবাস করেন। তিন দফায় সরকারিভাবে বরাদ্দ মাত্র ১০ মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আলু পাওয়া গেছে, যা এক হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের বাংলানিউজকে জানান, আগামী বরাদ্দে প্রকৃত লোকজনের নাম তালিকায় থাকবে এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছেন স্থানীয়রা।
Leave your comments