গিরি ধন সরকার , মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে ছাত্রসমাজের উদ্যোগে
ধর্ষণ-নির্যাতন ও খুনের প্রতিবাদে সারা দেশের মত মানববন্ধন ও প্রতিবাদী মিছিল এর কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদের সামনে কয়েকশত ছাত্রছাত্রী ও প্রতিবাদী নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে আয়োজন করে এ কর্মসূচি পালন করে থাকেন।

এতে উপস্থিত ছিলেন দিব্য প্রকাশ মোদক, যুবায়ের খান, জাকির হোসেন, তোফায়েল পাঠান শান্ত,শুভ রায়,পিন্টু মোদক,সৌরভ রায়,আরিয়ান রুবেল বৈশাখী রায়, প্রকাশ মোদক, স্মরণীকা রায় কর্না, বৃষ্টি রায় প্রমুখ।

এ সময় প্রতিবাদী ছাত্রসমাজ বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে নারী ধর্ষণ করে বিবস্ত্র নারীর ভিডিও প্রচার, খাগড়াছড়িতে ৯ জন মিলে প্রতিবন্ধী মেয়ের হাত-পা বেঁধে গণধর্ষণ, কিশোরী মিনা রায়কে ভাইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, আদিবাসী নারী ধর্ষণ ও অসংখ্যা নারী নির্যাতন খুনের ঘটনা ঘটছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশটা কি ধর্ষকের স্বর্গরাজ্যে পরিণত হলো? আর কত নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হলে সরকার ও প্রশাসনের ঘুম ভাঙবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু নারীরা এখনো স্বাধীন হয়নি। তাই আজ তারা ঘরে-বাহিরে ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তাদের নিরাপত্তা নেই।

Leave your comments