ফিরোজ কবির কাজল
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, করোনাভাইরাস মোকাবেলায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন, ধামশ্রেনী ইউপি
চেয়ারম্যান রাকিবুল হাসান সরদার। ইউনিয়নের অনেক   পরিবারের কাছে তাদের সম্মানের ভয়ে দিনেসহযোগিতা গ্রহণ করতে চায় না, তাই তিনি অসহায় পরিবার খুঁজে খুঁজে তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন এছাড়া জনসমাগম এড়িয়ে চলার জন্য মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তেল, আলু,বেগুন, পিয়াজ,   মরিচ ইত্যাদি বাজার মূল্যে পাওয়ার জন্য ৫টি ভ্যান গাগাড়ি দিয়ে গত তারিখ থেকে প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিচ্ছেন।গান শুনি ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান সরদার আরো জানান সরকারি বরাদ্দের ৫০০ জনের মধ্যে ১০ কেজি চাল ২ কেজি আলু প্রক্রিয়ায় চলছে।এবং তিনি আরো জানান ইতিপূর্বে সরকারি বরাদ্দের আরো ৫ মেট্রিক টন চাল ৫০০ জনের মধ্যে দেওয়া হয়েছে।এবং চেয়ারম্যান সাহেব বিভিন্ন এনজিওর সঙ্গে কথা বলে এবং সহযোগিতা করার আহ্বান জানাচ্ছেন এবং তারা আশ্বাস দিচ্ছেন। ধামশ্রেনী ইউনিয়নের সাধারণ জনগণের সঙ্গে কথা বললে উনারা বলেন। তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুর রব সরদারের মতই উনার ছেলেও মানুষকে সাহায্য সহযোগিতা করলেও তা প্রকাশ করেননা। আল্লাহতালা উনাকে অনেকদিন বেচে রাখুক বলে একত্রে দোয়া করেন।
Leave your comments